ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মালদ্বীপে ৩৯ বাংলাদেশি শ্রমিক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ১৪ জুলাই ২০২০

দীর্ঘ ৫ মাস ধরে বেতন পাচ্ছিলেন না বাংলাদেশী শ্রমিকরা। তাই বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে তারা। এ সময় ৩৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করে মালদ্বীপের পুলিশ।  এ তথ্য নিশ্চিত করেছেন মালদ্বীপ বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র।

গতকাল সোমবার এসব বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়। তারা দেশটির একটি নির্মাণকারী প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। 

মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, মালদ্বীপের হুলু মালেতে ‘আইল্যান্ড এক্সপার্ট’ নামের একটি কোম্পানিতে প্রায় ৫ শতাধিক বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। তবে এসব শ্রমিকরা প্রায় ৫ মাস ধরে বেতন পাচ্ছিলেন না। সে কারণে সোমবার বিক্ষোভ শুরু করে তারা। বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েন শ্রমিকদের মধ্যে কেউ কেউ। পরে এখান থেকে ৩৯ শ্রমিককে আটক করে পুলিশ। 

উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। দেশটির অর্থনীতি অনেকটা পর্যটন খাত নির্ভর। কিন্তু করোনায় সবচেয়ে এই খাতটিই বেশি ক্ষতিগ্রস্ত। এখন পর্যন্ত অনেক দেশই বিমান চলাচল স্বাভাবিক করতে পারেনি। 

অর্থনীতির পরিস্থিতি খারাপ হওয়ায় অনেক বাংলাদেশি ফিরে আসছেন মালদ্বীপ থেকে। এখনো প্রায় ৩০ হাজার বাংলাদেশি রয়েছেন ওই দেশটিতে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি