ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মালানের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ১০ অক্টোবর ২০২৩

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ডেভিড মালানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড। 

এ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৪০ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ ২৯৯ রান।

ধর্মশালায় ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। টাইগার বোলারদের তুলোধুনো করে রানের পাহাড় গড়ার পথে ইংলিশরা। 

দলীয় ১১৫রানে জনি বেয়ারস্টোকে বোল্ড করে সাজ ঘরে ফেরান সাকিব আল হাসান। আউট হওয়ার আগে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৫৯ বলে ৫২ রান করেন বেয়ারস্টো। 

তবে সেঞ্চুরি তুলে নেন ডেভিড মালান। ৯১ বলে ১২ চার ও ২ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন মালান। মেহিদ মিরাজের বলে বোল্ড হওয়ার আগে এই মারকুটে ব্যাটার করে যান ১৪০ রান। পাঁচটি ছক্কা আর ১৫টি চারে এই রান করেন মালান।

এছাড়া জো রুটও অর্ধশতক পূর্ণ করেন। ৪৪ বলে ৪ চার ও ১ ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। মালানের আউটের পর নামেন অধিনায়ক জস বাটলার। তবে বাটলারকে বেশি সময় টিকতে দেননি শরিফুল। টাইগার পেসারের বলে বোল্ড হয়ে ফিরে যান বাটলার। তার আগে করে যান ২০ রান।

৮০ রান নিয়ে ব্যাট করছেন জো রুট। তার সঙ্গে যোগ দিয়েছেন হ্যারি ব্রুক।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি