মালার প্রিয় ‘এই ঢাকা’ (ভিডিও)
প্রকাশিত : ০৯:৪৪, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:৫১, ২১ এপ্রিল ২০১৮
প্রবাসী সঙ্গীতশিল্পী মালা। ইতিমধ্যে ভিন্নধর্মী গায়কীর ঢং দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত এই শিল্পী সময় পেলেই ছুটে আসেন জন্মভূমি বাংলাদেশে। প্রিয় দেশ ঘুরে বেড়ান। তবে প্রিয় শহর ঢাকা নিয়ে তার ভালোবাসার শেষ নেই। তাই এই শহর নিয়ে এবার মালা গাইলেন নতুন একটি গান। গানের কথা ও সুর করেছেন সঙ্গীতশিল্পী নিজেই। গানটির শিরোনাম ‘এই ঢাকা’। গত ১৮ এপ্রিল গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে।
গান ও মিউজিক ভিডিও প্রসঙ্গে মালা বলেন, ‘ঢাকা গানটি আমার নিজের লেখা প্রিয় গানগুলোর মধ্যে একটি। কারণ ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছি। এখন দেশের বাইরে আছি। যখন ঢাকা বা দেশে ছুটে যাই। তখন ঢাকার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। সেই চেনা-জানা অলিগলিগুলো মনে পড়ে। যেখানেই থাকি না কেন ছোটবেলার এই নস্টালজিক পুরনো ঢাকা, নতুন ঢাকা চোখের সামনে ভাসে। চোখের সামনে দিয়ে ঢাকার যে পরিবর্তনগুলো আসছে এসব দেখা। এই ভাবনা থেকেই ঢাকা গানটি লিখেছি।’
মিউজিক ভিডিও প্রসঙ্গে মালা বলেন, ‘বাংলাদেশের মিউজিক ভিডিও নির্মাতাদের মধ্যে তানিম রহমান অংশু গুণী একজন পরিচালক। দেশে থাকাকালীন সময়ে আমাদের সবার প্রিয় আশিক ভাই (সৈয়দ আশিক রহমান) বললেন, গানটির একটি ভিডিও করার জন্য। এরপর অংশুর সঙ্গে কথা হয়। তিনি এই ভিডিওটির জন্য সময় দিয়েছেন। আমি ভিডিওটির শুটিংয়ের জন্য একদিন সময় দিয়েছিলাম। এরপর অংশু ঢাকার বিভিন্ন স্বনামধন্য জায়গাগুলো ঘুরে ঘুরে আরও দুইদিন শুটিং করেছেন।’
প্রবাসী এই সঙ্গীতশিল্পী আরও বলেন, ‘গানটির সঙ্গীতায়োজন করেছেন শাকের রাজা। খুবই ট্যালেন্টেড একজন সঙ্গীত পরিচালক। আর গানের কথাগুলো আমাদের সবারই আসলে মনের কথা, চেনা-জানা অলিগলি। সেসবই তুলে ধরেছি।’
গানটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। উপদেষ্টা হিসেবে ছিলেন সৈয়দ আশিক রহমান।
এসএ/