ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মালিঙ্গার বিধ্বংসী স্পেলে বিধ্বস্ত বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ১৫ সেপ্টেম্বর ২০১৮

ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের আরেক নাম লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। বয়স বেড়েছে, শরীরে মেদ জমেছে, তবে বোলিংয়ের ধার যে একটুও কমেনি সেটা আবারও টের পেল টাইগার ব্যাটসম্যানেরা। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টাইগারদের বিপক্ষে প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নিয়ে সোনালী চুলের এই মহানায়ক জানান দেন, মালিঙ্গা ফুরিয়ে যায়নি, মালিঙ্গা ফুরোবার নয়।

দীর্ঘদিন ধরেই দলের বাইরে রয়েছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। প্রায় ১২ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক ধরণের অবকাশেই চলে গেছিলেন মালিঙ্গা। একদিকে শরীরে মেদ জমেছে, অন্যদিকে বয়সও বাড়িছে, বোলিংয়েও আগের মতো গতি নেই-এমন সমীকরণে একসময় এশিয়া কাপের দল থেকেই বাদ পড়তে যাচ্ছিলেন মালিঙ্গা। তবে বিশ্বকাপকে সামনে রেখে দলে ডাকা হয় বিশ্বের অন্যতম সেরা এই পেসারকে।

তাকে দলে ডেকে লঙ্কান ক্রিকেট বোর্ড যে ভুল করেননি সেটা আবারও প্রমাণ করে দিলেন মালিঙ্গা। তবে মালিঙ্গা শেষ পর্যন্ত ১০ ওভার করেন কি না সেটাই এখন দেখার বিষয়। শরীরের চারটি অংশে আঘাত বয়ে বেড়াচ্ছেন লঙ্কান এ পেসার। দীর্ঘদিন ধরেই হাঁটু, পায়ের গোঁড়ালি, কাঁধ ও উরুর অস্থির ইনজুরিতে ভোগছেন মালিঙ্গা। তবে মালিঙ্গা যে সংগ্রামের আরেক নাম, আগুনের গোলা ছুড়ে তা টাইগারদের বুঝিয়ে দিলেন লঙ্কান এ পেসার ।

শেষ খবর পাওয়া পর্যন্ত এশিয়া কাপের এবারের আসরে ৭ ওভার বোলিংয়ে মাত্র ১৭ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছেন। মালিঙ্গা মালিঙ্গা একাই ধসিয়ে দিয়েছেন তামিম-সাকিবদের ব্যাটিং লাইন আপ।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি