ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মালিবাগ কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৮:১৯, ১৮ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:৪২, ১৮ এপ্রিল ২০১৯

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আনুমানিক সকাল ৬টা ৩৫ মিনিটে কাঁচাবাজারের পুরো আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার কন্ট্রোল অফিসের স্টেশন অফিসার মাহফুজ রিবেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টদের তথ্যমতে, এখানে প্রায় ২৬০টি দোকান আছে। যার বেশিরভাগের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। মাছ-মাংসসহ কাঁচাবাজারের সবই পুড়ে গেছে।

মালিবাগ বাজার বণিক সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল হক নুরু বলেন, ২৬০টি দোকানের মধ্যে একটি দোকানও অবশিষ্ট নেই। মাছ, মাংস, ডিম, গুরু, ছাগল, চাল, টিন সবই পুড়ে গেছে। নগদ টাকাও পুড়েছে। এ অগ্নিকাণ্ডে অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এর আগে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় একটি মাদ্রাসায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি