ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মাল্টিপ্ল্যানে চলছে ডেলের ‘ফ্রী সার্ভিস ক্যাম্প’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ২৫ অক্টোবর ২০১৮

রাজধানীর বিসিএস কম্পিউটার সিটির পর এবার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে চলছে ডেলের ‘ফ্রি সার্ভিস ক্যাম্প’। দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনের আওতায়, ডেল ব্র্যান্ডের পণ্যে যেকোন ধরণের সেবা বিনামূল্যে নিতে পারবেন পণ্যের ব্যবহারকারীরা।

আজ বৃহস্পতিবার শুরু হয়ে এই ফ্রি সার্ভিস ক্যাম্প চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাল্টিপ্ল্যানে ডেলের সার্ভিস পয়েন্টে এসে সেবা নিতে পারবেন এর গ্রাহকেরা।

দিনের শুরুতে কেক ও ফিতা কেটে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি প্রকৌশলী সুব্রত সরকার। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেলের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান, ইনপেস এর ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম এবং ডেল বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অতিথিদের স্বাগত বক্তব্যের পর গ্রাহকদের একাংশকে সাথে নিয়ে মেলার উদ্বোধন ঘোষনা করা হয়।

এই সেবার উদ্বোধনকালে মোহাম্মদ আতিকুর বলেন,"ব্যবসার পাশাপাশি গ্রাহক সন্তুষ্টি অর্জনের জন্য উদ্দেশ্য হিসেবে গ্রাহকদের জন্য প্রায়ই এমন কার্যক্রম পরিচালনা করে ডেল।আর গ্রাহকদের সন্তষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। এ ধরণের কার্যক্রমের মাধ্যমে আমরা গ্রাহক এবং আমাদের পরিবেশকদের সাথে আমাদের সম্পর্ক আরও আন্তরিক করতে চাই"

ডেলের এই সার্ভিস ক্যাম্পের আওতায় ডেল পণ্য ব্যবহারকারী গ্রাহকেরা তাদের পণ্যে বিনামূল্যে সেবা নিতে পারবেন। ডেলের পেশাদার প্রকৌশলীগণ গ্রাহকদের এই সেবা দেবেন। ফ্রি সেবা প্রদানের পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে একটি গেমিং জোন এবং কুইজ প্রতিযোগিতা।

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি