মাল্টিমুডে রাপুর নতুন কম্বো কীবোর্ড ও মাউস
প্রকাশিত : ২২:২২, ১৬ অক্টোবর ২০১৮
মাল্টিমুড সুবিধা সম্পন্ন রাপুর নতুন কীবোর্ড-মাউস কম্বো প্যাক এখন পাওয়া যাচ্ছে দেশের বাজারে। বাংলাদেশে এই কীবোর্ড ও মাউস বাজারজাত করছে দেশে ব্র্যান্ডটির একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড।
মাল্টিমুড ওয়্যারলেস কম্বো ৮১০০ এম মডেলের এই কীবোর্ড ও মাউসে আছে ওয়্যারলেজ ২.৪ জি, ব্লুটুথ ৩.০ এবং ৪.০ এবং রিয়েল টাইম ডিপিআই বাটন। মাল্টি ফাংকশনিং ফিচার থাকাতে একই সাথে একাধিক ডিভাইসে সচল থেকে কাজ করতে পারবে এই মাউস ও কীবোর্ড।
মাল্টিমিডিয়া ইন্টারফেসের জন্য বেশ কিছু হট-কী সংযুক্ত করা হয়েছে এই ডিভাইসগুলোতে। এর মধ্যে মিডিয়া প্লেয়ার, হোমপেইজ এবং ভলিউম বাটন উল্লেখযোগ্য। এছাড়াও মাউসটিতে আছে লেজার সেন্সর ও ১৩০০ ডিপিআই এর ট্রাকিং ইঞ্জিন।
দুই বছরের বিক্রয়োত্তর সেবা ও ওয়ারেন্টিসহ এই কম্বো প্যাক পাওয়া যাবে দুই হাজার ২২৪০ টাকায়।
//এস এইচ এস//
আরও পড়ুন