ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

মালয়েশিয়া পাচারকালে ১৭ রোহিঙ্গা উদ্ধার, আটক ৫ পাচারকারী

প্রকাশিত : ১৫:০০, ১৮ মে ২০১৯ | আপডেট: ১৭:৪৫, ১৮ মে ২০১৯

অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া পাচারের সময় ১৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় আটক করা হয়েছে মানব পাচারকারী দলের পাঁচজনকে।

শুক্রবার মধ্যরাতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সৈকত এলাকা থেকে এই রোহিঙ্গাদের উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়।

উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে শিশুসহ ১০ জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন।

কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম ফয়জুল ইসলাম মন্ডল বলেন, একটি মানবপাচারকারী চক্র অবৈধভাবে মালয়েশিয়ায় কিছু লোক পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেইন্ট মার্টিনের দক্ষিণ বিচ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মানব পাচারকারীকে আটক এবং ১৭ জন রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত ১৭ রোহিঙ্গা এবং আটক ৫ দালালকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, পাচারকারীদের বিরুদ্ধে মামলা হবে। রোহিঙ্গা সদস্যদেরকে আদালতে উপস্থিত করে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি