ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়া প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে বিজয় দিবস পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ২০ ডিসেম্বর ২০২২

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানী কুয়ালালামপুর এর জি টাওয়ারের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ফয়সাল শেখ ও মার্জিয়া আফরিন শোভার উপস্থাপনায় ও পবিত্র কুরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়ায় অবস্থানরত বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জাহাঙ্গীর, রাসেল, রাসেল খান, এ্যাডামাস মেরিন এর কান্ট্রি ম্যানেজার ক্যাপ্টেন জাকির, মাইডিনের এরিয়া ম্যানেজার মোঃ মামুন, তৌহিদুজ্জামানসহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।  

অনুষ্ঠানে বক্তারা মহান বিজয় দিবসের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং প্রবাসে বিভিন্ন দুর্ঘটনায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণ, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, অভিবাসন ব্যয় কমানো, প্রবাস ফেরতদের কর্মসংস্থান এবং কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতাসহ ১০ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সাফায়ত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় সভাপতি।

অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিঃ কবীর হোসেন মালয়েশিয়া শাখার দ্বিতীয় মেয়াদি কমিটির নাম ঘোষণা করেন। 

কমিটিতে সভাপতি হিসেবে মোঃ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক পদে মোঃ শরীফ আহমেদ ও এইচ এম হাসান সাংগঠনিক সম্পাদক করে আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটি মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের পাশে থেকে কাজ করতে অঙ্গীকার ব্যাক্ত করেন।

বিগত একবছরে সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা পালন করায় নেতাকর্মীদের মাঝে উপহার বিতরণ, গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি