ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়া হাইকমিশনের বাণিজ্য সচিবকে বিদায়ী সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ২৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:০৮, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্য শাখার প্রথম সচিব ধনঞ্জয় কুমার দাসকে দূতাবাসের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম, ডিফেন্স উইং প্রধান এয়ার কমডোর মো. হুমায়ূন কবির, শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলাম, মো. রইস হাসান সারোয়ার, ফার্স্ট সেক্রেটারি এম এসকে শাহীন, শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার, বাণিজ্য শাখার নবনিযুক্ত উইং প্রধান রাজিবুল আহসান, প্রথম সচিব তাহমিনা ইয়াছমিন, শ্রম শাখার ২য় সচিব মো. ফরিদ আহমদসহ দূতাবাসের সব কর্মকর্তা কর্মচারী।

উল্লেখ্য, গত সাড়ে চার বছর ধরে ধনঞ্জয় কুমার দাস নিষ্ঠার সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১২ সালের মাঝামাঝি সময়ে তিনি দূতাবাসে যোগদান করেন।

একে/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি