ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়াকে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ১৭ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেল বাংলাদেশ। স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে গুঁড়িয়ে দিয়ে ১২০ রানের বিশাল জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করেছিল ৫ উইকেটে ১৪৯ রান। এরপর স্বাগতিকদের ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট করে ১২০ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল টাইগ্রেসরা।

কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪৯ রান এনে দেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত ইভা। ২১ বলে ২৬ রান করে আউট হন ওপেনার ছোঁয়া। ১৬ বলে ১৯ রান আসে আরেক ওপেনার ইভার ব্যাট থেকে।

পরের ৪২ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। তবে শেষটা দারুণ করেন সাদিয়া আক্তার ও জান্নাতুল মাওয়া। 

৪ চারে ৪৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মাওয়া, আর ১৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন সাদিয়া। তাতে ৫ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

এরপর বাংলাদেশের বোলারদের তোপের মুখে টিকতেই পারেনি মালয়েশিয়ান ব্যাটাররা। একজন ব্যাটারও ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। সর্বোচ্চ ৫ রান করেন নূর আলিয়া বিনতে হারুন। 

এ ছাড়া ৩ রান করেছেন দুজন, ২ রান একজন, ১ রান চারজন। শূন্য রানে ফিরেছেন তিনজন। তবে বাংলাদেশের মেয়েদের ১২টি অতিরিক্ত রানে মালয়েশিয়ার রান দাঁড়ায় ২৯।

বাংলাদেশের হয়ে ৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন নিশিতা আক্তার নিশি।  ৫ রান দিয়ে তিন উইকেট নেন হাবিবা ইসলাম। 

ম্যাচসেরা হন মাওয়া।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি