মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত : ২১:২১, ২১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২০:২২, ২২ ফেব্রুয়ারি ২০১৮
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বুধবার স্থানীয় সময় সকাল ৯ টায় রাষ্ট্রদূত মহ. শহিদুল ইসলাম পতাকা উত্তোলন করেন। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর মালয়েশিয়া ট্যুরিজম সেন্টার (মেটিক) এ হাইকমিশনের অস্থায়ী স্মৃতিসৌধে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
অস্থায়ী স্মৃতিসৌধে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের পুষ্পস্তবক অর্পণের পর মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যশোর সমিতি, ফেনি সমিতি, গোপালগঞ্জ সমিতি, চাঁদপুর সমিতি, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়া ও বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করে।
এরপর আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলার মো. সায়েদুল ইসলাম, এয়ার কমডোর হুমায়ূন কবির, দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ, মিনিস্টার রইছ হাসান সারোয়ার, দূতাবাসের শ্রম শাখার দ্বিতীয় সচিব মো. ফরিদ আহমদ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মাসুদ হোসেন, কমার্শিয়াল উইং মো. রাজিবুল আহসান, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মশিউর রহমান তালুকদার, শ্রম শাখার প্রথম সচিব হেদায়েতুল ইসলাম মন্ডল, প্রথম সচিব তাহমিনা ইয়াছমিন প্রমুখ।
টিকে
আরও পড়ুন