ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২২ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:৪৭, ২৭ জুলাই ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টায় জহুরবারু তাঞ্জুং লাংসা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কেএমইউ নামের একটি কোরিয়ান ফ্যাক্টরিতে কাজ করার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত মো. ইসমাইল ফারুকের (৫১) গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার সুন্দ্রাম গ্রামে। তাঁর বাবার নাম মৃত তাজুল ইসলাম। তিনি ওই ফ্যাক্টরিতে প্রায় এক বছর ধরে কাজ করছিলেন।

ফারুকের স্বজনরা জানান, আগামী মঙ্গলবার তাঁর লাশ দেশে আসার কথা রয়েছে।

ফ্যাক্টরি কর্তৃপক্ষের বরাত দিয়ে স্বজনরা আরো জানান, এ দুর্ঘটনার জন্য মালিকপক্ষ ২৫ হাজার রিংগিত ক্ষতিপূরণ দেবে।

//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি