ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫১৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫১৪ জন আটক হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত দেশটির জোহর বারু এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ১৩৯৯ জন বিদেশি শ্রমিকের বৈধ কাগজপত্র যাচাই করে ৫১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫১১ জন শ্রমিক এবং ৩ জন মালিক রয়েছেন। তারা সবাই বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, চীন, থাইল্যান্ড ও ভারতের নাগরিক। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি নির্দিষ্টভাবে তা জানা যায়নি।

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি