ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আলোচনা সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ২৪ ডিসেম্বর ২০২৩

মহান বিজয় দিবস উপলক্ষে কুয়ালালামপুরে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার সভাপতি দাতো আব্দুল রউফ লিটন। সংগঠটির মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক এম রেজাউল করিম রেজা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো: জসিম উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক মালয়েশিয়া আওয়ালীগ, মো: রানা কাজী-সহসভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, হুমায়ুন কবির-যুগ্ম সাধারণ সম্পাদক, মো: সিদ্দিকুর রহমান-সাংগঠনিক সম্পাদক, আনিছুল ইসলাম-প্রচার সম্পাদক, মো: জান্নাতুল ফেরদাউস-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, জান্নাতুল নাইমা পুশন-আইন বিষয়ক সম্পাদক, সালমা বেগম সদস্য, জোনায়েত হোসেন কাজল -সদস্য,বাবলা মজমদার- যুবলীগ  নেতা, মো: তরিকুল আলম চৌধুরী যুবলীগ নেতা, সদস্য আওয়ামী যুবলীগ, মো: লাল্টু বিশ্বাস সদস্য আওয়ামীলীগ মো: সাখাওয়াত হোসেন সদস্য। 

প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক এম রেজাউল করিম রেজা বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ এ আমরা মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন দেশটি পেয়েছি। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে গুছিয়ে আনছিলেন, তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট একাত্তরের পরাজিত শক্তির হাতে নিহত হন বঙ্গবন্ধু। তিনি বলেন, সে পরাজিত শক্তি এখনও বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সজাগ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ এগিয়ে যাওয়া অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি