ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মালয়েশিয়ায় বিষাক্ত গ্যাসে এক বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত : ১৬:৩৬, ২৬ মে ২০১৯

মালয়েশিয়ায় বিষাক্ত গ্যাসে এক বাংলাদেশির মৃত্যু ও অপর দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মালয়েশিয়ার ইপোর লুমুট নামক মহাসড়কের পেট্রল স্টেশনের সামনে তিনটি ম্যানহোলের  ভেতরে রক্ষণাবেক্ষণ কাজ করছিল। এ সময় ম্যানহোল থেকে বিষাক্ত গ্যাসের ইনসেলিংয়ের কারণে এক বাংলাদেশি নিহত ও অপর দু’জন আহত হয়েছে।

মেরু রায় ফায়ার ও রেসকিউ ডিপার্টমেন্ট স্টেশন প্রধান শাহরুদি মহম্মদ হালিল জানান,আহত দু’জনের মধ্যে একজন স্থানীয় ও অন্যজন বাংলাদেশি। আহতদের রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, তিনটি ভূগর্ভস্থ গ্যাস পাইপের ম্যানহোলের রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় এ ঘটনা ঘটে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামা ও স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, সিকিউরিটি গার্ডের ফোন পাওয়ার ৫ মিনিটের মধ্যে দমকল ও উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই জনসাধারণ সবাইকে উদ্ধার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম জানা যায়নি।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি