ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

মালয়েশিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ২০:০২, ২৯ নভেম্বর ২০২৩ | আপডেট: ২০:০৪, ২৯ নভেম্বর ২০২৩

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধ্বসে নিহত ৩ বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), কুমিল্লার দেবীদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের মো. আহেদ আলী (৪২)।

ঘটনাস্থল থেকে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। এছাড়া, এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

ভবন ধ্বসের ঘটনায় আহত দুইজন হলেন- মো. রাজু ইসলাম (৩৩) ও মো. উজ্জ্বল মৃধা (৩০)। তাদের পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের মধ্যে উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান শ্রম সচিব। 

এদিকে, নিখোঁজ তিন শ্রমিককে পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে। কারণ তারা ঘটনা ঘটার সাথে সাথেই কাউকে কিছু না জানিয়ে পালিয়ে গিয়েছিল বলে জানা গেছে।

মালয়েশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে পেনাং রাজ্যে নির্মাণাধীন ভবন ধ্বসের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি শ্রমিক নিহত হন। আরেকজন হাসপাতালে মারা যান।

পেনাংয়ের উপ-পুলিশপ্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন যে, এ ঘটনার ভুক্তভোগীরা সবাই বাংলাদেশি নাগরিক।

বাংলাদেশি শ্রমিকদের খোঁজে ঘটনাস্থলে আছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর, প্রথম সচিব (লেবার) এ এস এম জাহিদুর রহমান ও পেনাংয়ে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল দাতুক শাইক ইসমাইল আলাউদ্দীন। 
এছাড়া নিহত বাংলাদেশীদের লাশ দ্রুত দেশে প্রেরণ এবং মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত ক্ষতিপূরণ আদায়ের জন্যও কাজ করছে হাইকমিশন।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি