ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ২১ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের লো ইয়াট প্লাজা পরিচিত ইলেকট্রনিক্স গেজেট কেনাবেচার জন্য। সেখানে চাকরি করেন বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার অনেক অভিবাসী। বিশেষত শিক্ষার্থী হিসেবে মালয়েশিয়ায় থাকা অনেকেই এই শপিংমলে খন্ডকালীন বা ফুলটাইম চাকরি করেন।

অবৈধ অভিবাসীদের আটক করতে নিয়মিত এই শপিংমলে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে সটকে পড়েন অভিবাসীরা। এবার তাই গোপনেই অভিযান পরিচালনা করে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় কুয়ালামপুরের লো-ইয়াট প্লাজায় অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। অভিযানের সময় সাদা পোশাকে এবং ছদ্মবেশে ছিলেন কর্মকর্তারা। তারা প্রথমে কয়েক ঘণ্টা পর্যবেক্ষণ করেন এবং তথ্য সংগ্রহ করেন।

কুয়ালালমপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক আন মোহাম্মদ সাউপি ইওসুফ বলেন, গত দুই সপ্তাহ ধরেই এই অভিযানের জন্য তথ্য সংগ্রহের কাজ চলছিল।

তিনি বলেন, ১৭টি দোকানে অভিযান চালিয়ে ২৬ জন বিদেশিকে আটক করা হয়। ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার, ওয়ার্ক পারমিট অনুযায়ী নির্দিষ্টস্থানে কাজ না করা, মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং ভ্রমণের প্রয়োজনীয় তথ্য সঙ্গে না থাকাসহ বিভিন্ন কারণে এই ২৬ জনকে আটক করা হয়।

ইওসুফ জানান, মোট ৩৯ জন অভিবাসীর তথ্য যাচাই করা হয়। এদের সবার বয়স ২৩ বছর থেকে ৪৬ বছর। যাচাইয়ের পর ১৪ জন পাকিস্তানি, ১১ জন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

তিনি বলেন, আটককৃতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী। যারা এখানে চাকরি করে মাসে ১ হাজার থেকে পনেরশো রিঙ্গিত বা ২৫ হাজার থেকে ৩৭ হাজার টাকা পর্যন্ত বেতন পান। এছাড়াও গেজেট বিক্রি থেকে কমিশন পান তারা।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি