মালয়েশিয়ায় ৩ হাজার অবৈধ অভিবাসী আটক
প্রকাশিত : ১৭:৪১, ১ জুলাই ২০১৮
মালয়েশিয়ায় গত এক সপ্তাহে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ৮০০ বাংলাদেশিসহ তিন হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার রাত ১২টায় অবৈধদের বৈধ হওয়ার মেয়াদ শেষ হওয়ার পরপরই শুরু হয় এই অভিযান।
বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিযান মেগা-থ্রির জন্য প্রস্তুত করা হয় স্পেশাল বাহিনী। যার নেতৃত্বে রয়েছে ইমিগ্রেশন, পুলিশ ও স্থানীয় অবসরপ্রাপ্ত বিভিন্ন বাহিনীর সদস্যরা।
মালয়েশিয়ার বিভিন্ন সংস্থার জরিপে জানা গেছে, অবৈধভাবে বসবাসরত বিভিন্ন দেশের শ্রমিকদের সংখ্যা প্রায় পাঁচ লাখের বেশি। তবে সঠিক সংখ্যা কত তা এ রিপোর্ট লিখা পর্যন্ত জানা যায়নি। অবৈধ শ্রমিকদের সংখ্যা বেশির ভাগ ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ।
সরকারের বৈধকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী এবং এর আওতায় সব প্রক্রিয়া সম্পন্ন করে ভিসার জন্য অপেক্ষা করা কর্মীদেরও আটক করা হয়েছে। তবে প্রশাসন জানায়, তাদের নথিপত্র বৈধ কিনা তা যাচাই করে বৈধ হলে ছেড়ে দেওয়া হবে।
এ বিষয়ে শ্রম কাউন্সেলর সায়েদুল ইসলাম জানান, অবৈধ যারা আটক হয়েছেন তারা দেশে ফেরত যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
এসএইচ/
আরও পড়ুন