ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় ৩০ বাংলাদেশি আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ১৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:০৮, ১৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

অবৈধভাবে সাগরপথ পাড়ি দেওয়ায় ৩০ বাংলাদেশিসহ ৩২ জনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে মালয়েশিয়া ইমিগ্রেশন ও মেরিন পুলিশ তাদের আটক করে।

আটকদের মধ্যে ৩০ বাংলাদেশি ও দুই জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। মেরিন পুলিশের কমান্ডার (পিপিএম) সহকারী কমিশনার রোজমান ইসমাইল বলেন, আটকরা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ট্রলারে করে মালয়েশিয়ায় প্রবেশ করে।

আটকদের বিরুদ্ধে বেআইনি রুটের মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশের জন্য অভিবাসী কর্মীদের অ্যান্টি-মাইগ্রেশন অ্যাক্ট (এটিটিসওম) ২০০৭ এবং ইমিগ্রেশন ১৯৫২-৬৩ অনুচ্ছেদ ৫(২) এন্ট্রি ট্র্যাফিকিংয়ের ধারা ৬ এ তদন্ত করা হচ্ছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি