ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মাশরাফি কৃতজ্ঞ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:২৮, ৬ অক্টোবর ২০১৮

নড়াইলে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ৩৬তম জন্মদিন।

শুক্রবার বিকেলে নড়াইল শহর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা ফানুস উড়িয়ে, কেক কেটে এবং বৃক্ষরোপণ করে জন্মদিন উদযাপন করে।

৫ অক্টোবর ৩৫ বছর পূর্ণ করে ৩৬-এ পা রাখলেন দেশের ওয়ান ডে ক্রিকেটের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

জন্মদিন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে জনপ্রিয় এই তারকার জন্য তার মা হামিদা মতুর্জা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মাশরাফি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। মাশরাফি বলেন, ‘আসসালামুয়ালাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। প্রথমে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। কারণ আজকে স্যোসাল মিডিয়া থেকে শুরু করে বাইরে যখনই গিয়েছি, অনেক শুভেচ্ছা পেয়েছি, অনেক ম্যাসেজ পেয়েছি। সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। অবশ্যই আজকের দিনটা আমাদের ফ্যামিলির জন্য স্পেশাল। কেননা আমি শুধু না আমার ছেলেরও জন্ম হয়েছিল আজকের দিনে। তো আমাদের ফ্যামিলির জন্য আজকের দিনটা খুবই স্পেশাল। আপনারা সবাই আমার জন্য এমন দোয়া করবেন। শুধু আমার জন্য না, আপনারা পুরো টিমকে এভাবে সাপোর্ট দেবেন। কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমরা বাংলাদেশ ক্রিকেটে এ পর্যন্ত আসতে পেরেছি এবং আপনাদের দোয়া ও সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ আমরা সামনে আরও এগিয়ে যেতে পারবো।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি