ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মাশরাফি খেলবেন যত দিন ইচ্ছা : পাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ১১ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:৫৯, ১১ জুলাই ২০১৭


‘মাশরাফিরে কোনো বিকল্প বাংলাদেশ ক্রিকেট দলে তৈরি হয়নি। তাই তিনি যত দিন ইচ্ছা খেলতে পারবেন। তাকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো চিন্তা বোর্ডের নেই।’বিসিবি সভাপতি নাজমুর হাসান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কত দিন খেলবেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত আদৌ তিনি খেলতে পারবেন কি না, এ নিয়ে উঠেছে কিছু প্রশ্ন। তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি বলেন,  ‘মাশরাফি যত দিন ইচ্ছা তত দিন খেলবে। তাকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো চিন্তা বোর্ডের নেই। মাশরাফির বিকল্পও এখনো তৈরি হয়নি।’

এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি