ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৩৫৯ কোটি টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২১ মে ২০২৩

চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে ৭৭ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৩শ’৫৯ কোটি টাকা। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, প্রতিদিন গড়ে রেমিট্যান্স ৬ কোটি ৪৫ লাখ ডলার। 

এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াতে পারে দুই বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি।

দেশে আসা রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬২ কোটি ১৯ লাখ ৮০ হাজার ডলার ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক এনেছে ১২ কোটি ২২ লাখ ২০ হাজার ডলার। বাকি রেমিট্যান্স আসে বিশেষায়িত ও বিদেশি ব্যাংকের মাধ্যমে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি