ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাস্ক পরেই মাঠে নামবেন সন হিউং মিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২৪ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দক্ষিণ কোরিয়া ফুটবল দলের পোস্টারবয় খ্যাত প্লেয়ার সন হিউং মিন। চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লীগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে বাম চোখে আঘাত পান তিনি। এরপরই তার বিশ্বকাপে খেলা একরকম অনিশ্চিত হয়ে পড়ে।

চোট থেকে ফেরার পর অনুশীলনের সময় সন হিউংকে মাস্ক পড়ে মাঠে নামতে দেখা যায়। কিন্তু শেষ পর্যন্ত তিনি মাঠে খেলতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। 

এখন জানা গেলো, আজ মাস্ক পরেই উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপে মাঠে নামবেন সন হিউং মিন। মাস্ক পরে খেলা ৩০ বছর বয়সী সনের জন্য অস্বস্তিকর হবে কি না এমন প্রশ্নও অনেকে করছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কাতারের রাজধানী দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে সনের দক্ষিণ কোরিয়া উরুগুয়ের মুখোমুখি হবে।

অবশেষে দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্তোর বক্তব্যে নিশ্চিত হওয়া যায় যে, প্রথম ম্যাচ থেকেই সন হিউং মিনকে মাঠে পাবেন ভক্তরা। মাস্ক পরেই তিনি খেলতে নামবেন।

বেন্তো বলেন, ‘সে মাস্ক পরেই খেলবে। এটা নিয়ে তার কোনো অস্বস্তি নেই’।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি