ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মাস্ক-স্যানিটাইজার রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ২ এপ্রিল ২০২০

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে শুরুতে সঙ্কট দেখা দেওয়ার পর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ সরকার। রপ্তানির ঐ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান হয়।

নভেল করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৪ মার্চ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হযেছিল।

বাংলাদেশে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদার বড় অংশ আসতো চীন থেকে। তবে মহামারী দেখা দেওয়ায় চীনের বাজার বন্ধ হয়ে যাওয়ার পর এখন দেশেই উৎপাদিত হচ্ছে এসব পণ্য। ইউরোপ ও আমেরিকায় করোনাভাইরাস ব্যাপকভাবে বিস্তৃত হওয়ায় এখন মাস্ক রপ্তানির সুযোগও তৈরি  হয়েছে।

এমএস/এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি