ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাহফিলে গিয়ে নিখোঁজ কৃষকের মরদেহ মিললো আম গাছে

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৪, ২৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৭:০৪, ২৮ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামের আম বাগানের একটি গাছ থেকে লোহার শিকলে ঝুলানো অবস্থায় মিজান সরদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

শনিবার সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চিড়াইপাড়া গ্রামের আলমগীর মাতুব্বরের মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মিজান সরদার (৫০) সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বনিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে মিজান সরদার বাড়ি থেকে বের হয়ে টুবিয়া বাজার সংলগ্ন সোলাইমান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলে যায়। ওয়াজ শেষে রাতে আর বাড়িতে ফিরে আসেননি। 

আজ সকাল ১১টার সময় এক শিশু আলমগীর মাতুব্বরের মাছের ঘেরের কাছ দিয়ে যাওয়ার সময় আম গাছের সাথে শিকল পড়া অবস্থায় লাশ দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে মাদারীপুর সদর থানায় খবর দেয়। 

পরে পুলিশ এসে লাশটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, সকালে সংবাদ পেয়েছি বাগানের মধ্যে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় একটি  লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি