ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাহফুজ আহমেদের ব্যাংক হিসাব তলব করল এনবিআর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ২৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নন্দিত অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত রোববার (২৩ মার্চ) এনবিআর’র গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) থেকে পাঠানো চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে তাদের নিজ নামে বা তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম থাকা হিসাবের যাবতীয় তথ্য-উপাত্ত সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, মাহফুজ আহমেদ ও ইসরাত জাহানের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যেকোনো মেয়াদি আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি একাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সেভিংসের ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী পাঠাতে হবে।

এর আগে একই দিনে জি এম কাদের ও তাঁর স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করতে চিঠি দেয় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।

অভিনেতা মাহফুজ আহমেদ বর্তমানে অভিনয়ে অনিয়মিত। সর্বশেষ তাকে দেখা গেছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায়। দীর্ঘ বিরতির পর এই সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন তিনি। এরপর একই নির্মাতার পরিচালনায় ‘মাতাল হাওয়া’ নামে একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল। যদিও সিনেমাটি শুটিং ফ্লোরে গড়ায়নি।

মাহফুজ আহমেদ বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন জগতে একজন জনপ্রিয় অভিনেতা। তাঁর অভিনীত বিভিন্ন নাটক ও চলচ্চিত্র দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই ব্যাংক হিসাব তলব নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি তিনি বা তাঁর পরিবার।

এই ঘটনায় চলচ্চিত্র ও মিডিয়া জগতে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এনবিআরের এই পদক্ষেপের কারণ জানতে আগ্রহী। মাহফুজ আহমেদের ভক্তরা আশা করছেন, এই বিষয়টি দ্রুত সমাধান হবে এবং তিনি আবারও অভিনয়ে ফিরে আসবেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি