ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মাহমুদউল্লাহর শূন্যতা অনুভব করবেন গেইল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ৫ সেপ্টেম্বর ২০১৮

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ছেড়ে চলে আসতে হচ্ছে বাংলাদেশি টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। কারণ দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। তবে মাহমুদউল্লাহ এ বিদায়ে মন কাঁদছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক ক্রিস গেইলের।

গেইল জানালেন মাহমুদউল্লাহর শূন্যতা ভীষণ অনুভব করবেন তিনি। করারই কথা। গেল ম্যাচে হেরে গেলে প্লে-অফ খেলতে কঠিন সমীকরণের মুখে পড়তে হতো সেন্ট কিটস অ্যান্ড নেভিসকে। তবে তা হতে দেননি বাংলাদেশ ব্যাটিং স্তম্ভ। শেষ দিকে ১১ বলে ২টি করে চার ও ছক্কায় ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে জিতিয়ে মাঠ ছেড়েছেন মাহমুদউল্লাহ। আর এতে দলকে রেখেছেন পয়েন্ট টেবিলের চারে।

গেইল বলেন, জয়টা দল ও আমাদের সমর্থকদের জন্য স্বস্তির। পূর্ণ পয়েন্ট নিয়ে নিরাপদে অবস্থান করা আমাদের জরুরি ছিল। আর মাহমুদউল্লাহ ও ডুসেন অসাধারণ খেলেছে। তবে দুর্ভাগ্য আরেকটি ম্যাচের পর আমরা মাহমুদউল্লাহকে পাব না। কারণ সে দেশে ফিরে যাবে।

প্রসঙ্গত, প্লে-অফ নিশ্চিত হয়েছে মাহমুদউল্লাহর ব্যাটিং নৈপুণ্যে। সব মিলিয়ে সুখস্মৃতি নিয়েই দেশে ফিরছেন তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি