ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মাহমুদুল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে সেন্ট কিটসের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ৩ সেপ্টেম্বর ২০১৮

ক্যারিবিয়ার প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে বাংলাদেশি তারকা মাহমুদুল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ে জয় পেয়েছে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। বৃষ্টি আইনে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পায় তারা।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান করে জ্যামাইকা। ৪০ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৮৪ রান আসে রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে।

এই রানের জবাবে ব্যাট হাতে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস ৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করার পর বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টির কারণে আম্পায়াররা ১১ ওভারে ১১৮ রানের টার্গেট দেন। সেখান থেকে ঝড়ো ব্যাটিং করে ৫ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন ক্রিস গেইলের দল।

তাদের মধ্যে ২৪ বলে ৪টি চার ও দুটি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করা ডুসেন হয়েছেন ম্যাচসেরা। অপরদিকে ১১ বলে দুটি চার ও সমান ছক্কায় ২৮ রান করেন মাহমুদউল্লাহ। এর আগে ওপেন করতে নেমে ২৪ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক ক্রিস গেইল।

সূত্র: ক্রিকইনফো।

এমএইচ/ এআর

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি