ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৫০৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:০৯, ১ ডিসেম্বর ২০১৮

টেস্ট ক্যারিয়ারে আরও একটি সেঞ্চুরির মালিক হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এটি তার ক্যারিয়ারের তৃতীয় শতক। এ মুহুর্তে মাঠে তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।
প্রথম দিনের ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সাকিব ৫৫ ও মাহমুদউল্লাহ ৩১ রান নিয়ে খেলা শুরু করেন।
সকালে দ্রুত ফিরেছিলেন সাকিব। তবে তার বিদায়ের প্রভাব বিন্দুমাত্র টের পেতে দেননি লিটন দাস। স্বাচ্ছন্দে খেলেন তিনি। সোজা ব্যাট চালান। তবে প্রথমবারের মতো পরাস্ত হতেই সাজঘরে ফেরেন দারুণ খেলতে থাকা এ উইকেটকিপার-ব্যাটসম্যান। ক্রেইগ ব্র্যাথওয়েটের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ফেরেন তিনি।
ফেরার আগে রানের ফোয়ারা ছুটিয়ে টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নেন লিটন। শেষ পর্যন্ত ওয়ানডে স্টাইলে দৃষ্টিনন্দন সব শট খেলে ৫৪ রানে ফেরেন তিনি।

প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ৫০৮।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি