ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাহরেজের জোড়া গোলে সিটির বড় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ইংলিশ এফএ কাপে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। রিয়াদ মাহরেজের জোড়া গোলে চেলসিকে ৪-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হেসেখেলে চেলসিকে হারাল ম্যানচেস্টার সিটি।

ম্যাচের শুরু থেকেই ব্লুজদের চাপে রাখে সিটিজেনরা। একের পর এক আক্রমণ চালিয়ে ২৩ মিনিটের মাথায় গোল তুলে নেয় ম্যানসিটি। একক প্রচেষ্টায় বল জালে জড়ান আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ। 

চলতি মৌসুমে এই নিয়ে তৃতীয়বার চেলসির বিপক্ষে গোল পেলেন এই উইঙ্গার। 

৭ মিনিট পর পেনাল্টি পায় স্বাগতিকরা। সফল স্পটকিকে দলকে ২-০ তে এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। 

৩৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন ফিল ফোডেন। আর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে নিজের জোড়া পূর্ণ করে ম্যানচেস্টার সিটিকে ৪-০ গোলের বড় জয় এনে দেন রিয়াদ মাহরেজ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি