ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মায়ামির জার্সিতে প্রথমবার অনুশীলন মেসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ১৯ জুলাই ২০২৩ | আপডেট: ১০:১৫, ১৯ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ইন্টার মায়ামির জার্সিতে প্রথমবারের মতো অনুশীলন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

চুক্তি সই এবং আনুষ্ঠানিক পরিচয় পর্ব মেটার একদিন পরই মাঠে নেমে পড়লেন মেসি। নতুন দল, সতীর্থদের সঙ্গে শুরু করে দিয়েছেন অনুশীলন। 

মায়ামির অনুশীলন মাঠেও লিওকে সংবর্ধনা দেন সতীর্থরা।  এদিন অনুশীলনে তার সঙ্গে ছিলেন সাবেক ক্লাব বার্সা তারকা সার্জিও বুসকেটস। 

মঙ্গলবার বিশ মিনিটের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ইন্টার মায়ামির অনুশীলন। প্রথমবার সুযোগ পেয়ে ক্যামেরার লেন্সগুলো বিরামহীন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার ছবি কিংবা ভিডিও ধারণে। সব আকর্ষণ যেন একজনকে ঘিরেই। তাকে দেখতে ফ্লোরিডা ব্লু ট্রেইনিং সেন্টারে ভিড় করেন কয়েকশ’ সাংবাদিক। 

উপস্থিত ছিলেন ক্লাব মালিক ডেভিড বেকহ্যামও।

২১ জুলাই প্রীতি ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুজ আজিলের বিপক্ষে অভিষেক হবে মেসির। মায়ামির জার্সিতেও সেরাটা উজাড় করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন মেসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি