ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

‘মি-টু’ আন্দোলনের পাশে থাকুন: দিয়া মির্জা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১০ অক্টোবর ২০১৮

বলিউডের বিউটি কুইন হিসেবে খ্যাত দিয়া মির্জা ‘মি-টু’ আন্দোলনকে আরো বেশি গতিশীল করার জন্য নারীদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।তিনি তার টুইটার একাউন্টে গত সোমবার এ আহ্বান জানান।

সম্প্রতি তনুশ্রী দত্ত নানা পাটেকারের বিরুদ্ধে এক অভিযোগ আনেন। অভিযোগ আনার পর ‘মি-টু’ আন্দোলন বলিউডে ছড়িয়ে পরে।

নানা পাটেকার বিরুদ্ধে অভিযোগ হলো, দশ বছর আগে তনুশ্রী দত্ত ‘হর্ন ওকে পালাসাস’ ছবির জন্য একটি আইটেম গানের শুটিং করেন। শুটিং করার সময় তার সাথে পাটেকার অপব্যবহার করেছিল বলে অভিযোগ করেন তনুশ্রী।

যারা সত্য প্রকাশ করতে চায় তাদেরকে সাপোর্ট করার জন্য দিয়া মির্জা তার টুইটারে আহ্বান জানান। আমাদেরও প্রোডাক্টশন কোম্পানি রয়েছে, তাই আমি বলব, প্রযোজকদের উচিত কাজের পরিবেশ সৃষ্টি করা এবং নির্যাতন বন্ধ করাসহ নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা।

উল্লেখ্য, দিয়া মির্জা মিস এশিয়া প্যাসিফিক ২০০০ খেতাব অর্জন করেন। তিনি গণমাধ্যমে সামাজিক কর্মকান্ডের জন্য পরিচিত। তিনি তার স্বামী সাহিল সাংঘার সাথে ‘বর্ন ফ্রি এন্টারটেইনমেন্ট’ নামক প্রযোজক সংস্থার স্বত্বাধিকারী। তাদের প্রথম চলচ্চিত্র লাভ ব্রেকআপস জিন্দেগী ২০১১ সালের ৭ অক্টোবর মুক্তি পায়।

 

সূত্র: জি নিউজ

 

এমএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি