ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘মিডিয়া কাভারেজের জন্য ছাত্র-যুবদলই হামলা চালিয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ২৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৩:২৮, ২৯ অক্টোবর ২০১৭

মিডিয়া কাভারেজের জন্য ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরাই বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরে পূর্বপরিকল্পিত হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


আওয়ামী লীগ কেন হামলা চালাতে যাবে-এমন প্রশ্ন রেখে দলটির সাধারণ সম্পাদক বলেন,  লাখ লাখ জনতার উপস্থিতি যাতে দেখানো যায়, সেজন্যই খালেদা জিয়া সড়ক পথে গাড়িবহর নিয়ে কক্সবাজারে যাচ্ছেন। কিন্তু সেটা যখন হচ্ছিল না, তখন তাদের একটি বড় সংবাদের প্রয়োজন ছিল। আর এ কারণেই হামলার নাটক সাজিয়েছে তারা।

দেশ শান্তিতে চলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা শান্তিতে দেশ চালাচ্ছি। আমরা কেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে দায় নিতে যাব? আমরা খালেদা জিয়া যাবেন বলে সেখানকার সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নিতে।

তিনি বলেন, খালেদা জিয়া বিদেশ থেকে ফিরে এসে বিমানবন্দরে বলেছেন, তিনি অসুস্থ সত্ত্বেও দেশে ফিরে এসেছেন। তিনি যদি অসুস্থই হন, তাহলে বিমানে না গিয়ে তিনি কেন সড়কপথে গেলেন?

প্রসঙ্গত, শনিবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। পথে ফেনী শহরের কাছে মোহাম্মদ আল বাজার পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত গাড়িবহরে হামলা চালায়। এতে গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে খালেদা জিয়ার গাড়িবহর আবার হামলা হয়।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকালে চট্টগ্রামে সাংবাদিকদের বলেন, ওই হামলা যে ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ অথবা যুব লীগের ক্যাডাররাই’ চালিয়েছে, এটা তাদের কাছে ‘স্পষ্ট’। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি। এর প্রতিক্রিয়া জানাতে আজ রোববার সকালে সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, নিজেরা নিজেরা মারামারি করে বিএনপি দায় চাপাচ্ছে সরকারের ওপর… গতকাল তারা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

বিএনপির চেয়ারপারসন মানবিক কারণে নয়, রাজনৈতিক কারণে ত্রাণ দিতে গিয়েছেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সড়কপথে গিয়ে খালেদা জিয়া ত্রাণকাজে বাধা দিয়েছেন। রাজপথে যানজট সৃষ্টি করেছেন। তিনি যদি রোহিঙ্গাদের প্রতি আন্তরিক হতেন, তাহলে সড়কপথে না গিয়ে বিমানে যেতেন। ত্রাণ-সহায়তা নয়, বিশৃঙ্খলা তৈরির জন্যই খালেদা জিয়া সড়কপথে গিয়েছেন। খালেদা জিয়া হয়তো আগামীকাল কয়েকশ রোহিঙ্গাকে ত্রাণ দিবেন। কিন্তু তাঁর এই কর্মসূচির কারণে শত শত ত্রাণবাহী ট্রাক আটকে যাচ্ছে।


/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি