ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

মিনারের স্বপ্ন ভেঙ্গে গেল

প্রকাশিত : ০৯:৫৪, ২১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৫৪, ২১ সেপ্টেম্বর ২০১৬

একটি দুর্ঘটনা চুরমার করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিনার উদ্দিনের স্বপ্ন। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় যান মিনার। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে যায় তার শরীরের ২০ শতাংশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে তার। তবে, চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না মিনারের দরিদ্র পরিবার। মেধাবী এই তরুণকে বাঁচাতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তার সহপাঠী, স্বজনরা। ছোট বেলায় বাবাকে হারানো মিনার উদ্দিন স্কুল থেকেই টিউশনি করে লেখাপড়ার খরচ যোগাতেন। চট্টগামের আনোয়ারা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হয়ে পরিবারের দুঃখ ঘোচাবেন। তবে, দুর্ঘটনা চুরমার করে দিয়েছে তার স্বপ্ন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় ডান হাত কেটে ফেলার পর এভাবেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন মিনার উদ্দিন। তবে, কষ্টের মাঝেও ভোলেননি তার স্বপ্নের কথা। ২০০৬ সালে বাবা মারা যাওয়ার পর মিনারই তুলে নিয়েছিলেন সংসারের দায়িত্ব। সেই মিনারই যখন হাসপাতালের বিছানায়, তখন তার দায়িত্ব কে নেবে? অসহায় পরিবার আর সহপাঠিরা তাই তাকিয়ে আছেন সমাজের বিত্তবানদের দিকে। মিনারের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক। সবার সহযোগিতায় মিনার আবার ফিরে আসবে সবার মাঝে- এই প্রত্যাশা সহপাঠী- সুহৃদদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি