মিন্টু ও গয়েশ্বরের বক্তব্য দেশদ্রোহীতার সামিল: প্রজন্ম ৭১
প্রকাশিত : ১৫:২৫, ১৬ জানুয়ারি ২০২৩
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশের সংবিধান ও মহান স্বাধীনতা নিয়ে ঔদ্ধত্যপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য করেছেন উল্লেখ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের নিয়ে গঠিত প্রজন্ম ৭১। এই সংগঠনের পক্ষ থেকে অনতিবিলম্বে তাদেরকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয় তাদের পক্ষ থেকে।
এ ছাড়া রাষ্ট্রদ্রোহী বক্তব্যের কারণে তাদের আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি করেছে সংগঠনটির সদস্যরা।
সম্প্রতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন "ক্ষমতায় এসে বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান তৈরি করবো।"
আর গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, "ভাগ্যক্রমে বাংলাদেশের স্বাধীনতা এসেছে।"
প্রজন্ম ৭১ মনে করে এই দুই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের মৌল চেতনাকে অবজ্ঞা, অস্বীকার এবং অবমাননা করা হয়েছে যা দেশদ্রোহীতার সামিল।
অন্যদিকে গয়েশ্বর চন্দ্র রায়ের মন্তব্য তো সরাসরি মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবমাননা ও অস্বীকার করে। প্রজন্ম ৭১ দ্বার্থহীনভাবে জানিয়েছে এই ধরনের বক্তব্য ও ভাষ্যের সংগে একাত্তরের যুদ্ধাপরাধীদের দৃষ্টিভঙ্গির কোনো পার্থক্য নেই।
বিএনপির উল্লেখিত এই দুই নেতার কণ্ঠে পাকিস্তানপন্থীদেরই বক্তব্যই প্রতিধ্বনি হচ্ছে বলে মনে করছে প্রজন্ম ৭১। যা মুক্তিযুোদ্ধর চেতনা ও জাতির পিতার মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে এক অশণিসংকেত দিচ্ছে।
পাকিস্তানপন্থীদের রুখতে ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগসহ দেশের সকল প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছে প্রজন্ম ৭১ ।
এসবি/