ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিমির কষ্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

তারকাদের নিয়ে কৌতুহল সাধারণ মানুষের সব সময়ই থাকে। স্ক্রিনের বাইরে তাঁদের লাইফস্টাইল সম্পের্কে জানার আগ্রহ বরাবরই দেখা গেছে। বর্তমান আধুনিক যুগে প্রযুক্তির মাধ্যমে তারকারাও নিজের দৈনন্দিন আপডেট খবর দিয়ে দেন ভক্ত অনুসারীদের জন্য। সেই ধারাবাহিকতায় এবার মিমি চক্রবর্তী জানালেন তার কষ্টের কথা।

সাধারণত মিমি চক্রবর্তী ছুটির দিনে ব্যস্ত থাকেন তাঁর দুই ছেলেকে নিয়ে। চিকু এবং ম্যক্সকে সামাল দিতে দিতেই তাঁর সময় চলে যায়। এসব খবর ভক্তরা পেয়েছে সোশ্যাল মাধ্যমের বদৌলতে।

কিন্তু শ্যুটিং এর জন্য বহু পরিশ্রম করতে হয় নায়িকাদের। যেমন নিজেকে ফিট রাখা, অনেক সকালে ঘুম থেকে ওঠা, ডায়েট চার্ট মেনে চলা নানা রকম কাজ।

সেই সব বিষয় নিয়ে এবার মিমি টুইট করে জানান, ‘সবচেয়ে কষ্টদায়ক জিনিস হচ্ছে- যখন সকাল সকাল অ্যালার্ম বেজে ওঠে আর ঘুমের তন্দ্রা কেটে যায়।’

অবশ্য এই টুইটের উত্তরে আরও অনেক নায়িকা এবং তাঁর ফ্যানেরাও জানিয়েছেন ‘সত্যি বিষয়টা খুবই বেদনাদায়ক’।

উল্লেখ্য, মিমি চক্রবর্তী টালিউডের নায়িকাদের তালিকায় খুবই পরিচিত মুখ। সম্প্রতি ‘ধনঞ্জয়’ ছবিতে কাজ করেছেন একেবারে অন্য ভূমিকায়। প্রশংসাও পেয়েছিলেন বহু দর্শকের কাছ থেকে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি