ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিমির জীবনে নতুন বন্ধু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর অভিনয়, প্রেম ও ব্যাক্তিগত বিষয় নিয়ে কৌতুহলের শেষ নেই। একাকি জীবনকে রঙিন করতে সম্প্রতি তিনি ঘরে ঢুকিয়েছেন নতুন বন্ধু। আর সেই বন্ধুর কথা জানিয়েছেন মিমি নিজেই। এমনকি সোশ্যাল মিডিয়ায় নতুন বন্ধুর ছবি দিয়েছেন তিনি।

বন্ধুটি আর কেউ নন, একটি পাখি। সকালবেলা তার বারান্দায় আসা নতুন বন্ধুর সঙ্গে ওয়েব দুনিয়ার পরিচয় করিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, টালিউডে সকলের পছন্দের অভিনেত্রী মিমি। তার বন্ধু সংখ্যাও কম নয়। এই নায়িকার জীবনের ব্যাক্তিগত বন্ধু নিয়েও চর্চা কম নয়। বিশেষ করে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কের কথা বার বার এসেছে গণমাধ্যমে।

এছাড়া পশু-পাখিদের প্রতি প্রবল ভালবাসা রয়েছে নায়িকার। তার দুই পোষ্য কুকুর তার কাছে সন্তানের মতো। এবার আরও এক নতুন বন্ধুর খোঁজ দিলেন তিনি।

সূত্র :

 

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি