মিয়ানমারে ১৫ দিনের রিমান্ডে রয়টার্সের দুই সাংবাদিক
প্রকাশিত : ২১:২৩, ২৭ ডিসেম্বর ২০১৭
মিয়ানমারে আটক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে ১৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বুধবার মিয়ানমার আদালত এ রিমান্ড মঞ্জুর করে।
গত অক্টোবর মাসে পার্লামেন্টের কাছে একটি ড্রোন উড়ানোয় আটককৃত ওই দুই সাংবাদিককে প্রথমবারের মতো আজ জনসমক্ষে আনা হলো।
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহের কিছু দলিল তারা সংগ্রহ করেছিলেন। তাই গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। দু`জনই মিয়ানমারের নাগরিক। গোপনীয়তা লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড।
আটককৃত সাংবাদিকদের একজন বলেন, "অন্য সাংবাদিকদের সাবধানী হতে বলুন। এটা সত্যিই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা কোন ভুল করিনি।" সংবাদ সংগ্রহের ক্ষেত্রে ওই প্রতিনিধিরা কোন ভুল করেনি বলে দাবি করছে রয়টার্স।
সূত্র: বিবিসি
একে//
আরও পড়ুন