ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

মিরপুরে আবারও ইভটিজিং ও শারিরীক নির্যাতনের ঘটনা ঘটেছে

প্রকাশিত : ১৯:৫২, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:৫২, ১৯ অক্টোবর ২০১৬

আবারও ইভটিজিং ও শারিরীক নির্যাতনের ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে। বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর দুই ছাত্রীর উপর হামলা চালিয়ে বাঁশ দিয়ে বেধড়ক মারধোর করেছে স্থানীয় ফুটপাতের দোকানদার। নির্যাতনের শিকার দুই ছাত্রীকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা হয়েছে শাহ আলী থানায়। রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর দুই ছাত্রী ফারিহা হাবীব মীম, আসওয়াদ হাবীব জীম। তারা জময বোন। বুধবার বেলা ১১টার দিকে কলেজে যাবার তাদেরকে উত্যক্ত করার পশাপাশি অশ্লিল ভাষায় গালিগালাজ করে স্থানীয় ফুটপাতের দোকানদার জীবন করিম বাবু। ঘটনার প্রতিবাদ করলে হামলার শিকার হয় দুই বোন। বাবুর বেদম প্রহারের পর আহতাবস্থায় তাদের ভর্তি করা রাজধানীর আগারগাঁও এর অর্থোপেডিক হাসপাতালে। প্রত্যক্ষদর্শী  ও হামলার শিকার দুই বোনের সহপাঠিরা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত ইভটিজিং দিয়ে। প্রকাশ্যে এমন অমানবিক নির্যাতনের জন্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন নির্যাতনের শিকার দুই বোনের পরিবার। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যপারে শাহ আলী থানায় নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি