ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘ সময় ধরে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন মুশফিকুর রহিম। একে একে দেশের ক্রিকেটে পার করেছেন ২০ বছরেরও বেশি সময়। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর থেকে সমালোচনার মুখে থাকা এই উইকেটকিপার অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। 

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওয়ানডে ক্যারিয়ারের শেষের ঘোষণা দেন মুশফিকুর রহিম। এর আগে একইভাবে দিয়েছিলেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণাও। দুই ফরম্যাটের কোনটিতেই মাঠ থেকে সমর্থকদের কাছে বিদায় নিতে পারেননি তিনি। বাংলাদেশের ক্রিকেটের এ এক চিরন্তন ট্রাজেডি। তারকা ক্রিকেটারদের কারোরই সুযোগ হয় না ভরা মাঠে দর্শকের অভিবাদনে সিক্ত হয়ে বিদায় বলার।

তবে দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারের অপূর্ণতা কিছুটা হলেও ঘুচেছে বৃহস্পতিবার (৬ মার্চ) ডিপিএলে মোহামেডানের হয়ে খেলতে নামার সময়।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে মোহামেডান। দলের হয়ে উইকেটকিপারের প্যাড-গ্লাভস পরে ফিল্ডিংয়ে নামার সময় মুশফিককে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা।

এ সময় মোহামেডানের খেলোয়াড়রা দুই সারিতে দাঁড়ান, মাঝখান দিয়ে হেঁটে মাঠে নামেন মুশফিক। এ সময় মোহামেডানের জার্সি গায়ে উপস্থিত ছিলেন জাতীয় দলে তার দুই সতীর্থ তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মুশফিকুর রহিমেরই। ২৭৪টি ওয়ানডের ২৫৬ ইনিংসে ৭৭৯৫ রান নিয়ে দেশের পক্ষে এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ওয়ানডে ফরম্যাটে ৯টি সেঞ্চুরি এবং ৪৯টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি