ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

মিরপুরে চার ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২৭ জুলাই ২০১৭

মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য রাজধানীর মিরপুরের বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার চার ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

বেলা একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১ ও ১২ নম্বর এলাকার রাস্তার পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি এবং এর সংলগ্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

//আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি