ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিরপুরে পুলিশ বক্স ভাঙচুর করল ব্যাটারিচালিত রিকশা চালকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ১৪ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুরে বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পুলিশ বক্সে হামলা এবং ভাঙচুর চালিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকরা।

শুক্রবার (১৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। রিকশাচালকরা বেশ কয়েকটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

ডিএমপি মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও বিভিন্ন সময় ব্যাটারিচালিত রিকশাগুলো রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে চলাচল করতে দেখা যায়। এগুলো প্রধান সড়কে চলাচল করতে দেখলে সেগুলোকে জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়। শুক্রবারও সকালেও মিরপুর পল্লবী এলাকায় বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়।

খবর পেয়ে রিকশা চালকরা একত্রিত হয়ে এসে বেশ কয়েকটি পুলিশ বক্সে হামলা চালায়। ভাঙচুরের শিকার হয় সাগুফতা ট্রাফিক পুলিশ বক্স, কালশি ট্রাফিক পুলিশ বক্স, মিরপুর ১২ নম্বর ট্রাফিক পুলিশ বক্স, অরিজিনাল ১০ ট্রাফিক পুলিশ বক্স ও মিরপুর ১০ নম্বর ট্রাফিক পুলিশ বক্স।

এসময় আইডিয়াল কলেজের সামনে ডিউটি রত একজন ট্রাফিক কনস্টেবল এর উপর হামলা চালায় এবং একটি মোটরসাইকেল ও ভাঙচুর করে বলেও জানা গেছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি