ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মিরপুরে পোশাক কর্মীদের সড়ক অবরোধ, ভাঙচুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ৭ আগস্ট ২০১৭

রাজধানীর মিরপুরে চাকরি থেকে ছাটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। এসময় বেশ কয়েকটি যানবাহনও ভাংচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। মিরপুর-১ নম্বরের কিয়াংসি চায়নিজ রেস্টুরেন্টের সামনের সড়কে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেরিডিয়ান গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় নয়জন শ্রমিককে কয়েক দিন আগে কর্তৃপক্ষ ছাঁটাই করে। আজ সকালে শ্রমিকেরা গিয়ে দেখতে পান, তাঁদের কারখানাটি ৯ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। মিরপুর থেকে কারাখানাটি অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে বলেও শ্রমিকদের মধ্যে গুজব ছড়ায়।
বিক্ষুব্ধ শ্রমিকেরা মিরপুর-১ নম্বরের কিয়াংসি চায়নিজ রেস্টুরেন্টের সামনের বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। তাঁরা আশপাশের অন্যান্য পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে কয়েকটি পোশাক কারখানার সামনে ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা মিরপুর-১ নম্বরে চিড়িয়াখানা সড়ক অবরোধ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানা পুলিশ জানায়, কারখানাটির শ্রমিকেরা বিজিএমইএ ভবনের দিকে রওনা হয়েছেন।

//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি