ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মিরপুরে বাংলাদেশের অদ্ভুত বিশ্বরেকর্ড!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ২৪ মে ২০২২

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অপরাজিত ১৭৫ রানের অনবদ্য ইনিংস ও ১৪১ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে সঙ্গত কারণেই আলোচনায় বাংলাদেশের দুই তারকা ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। 

তবে মিরপুরের উইকেটে প্রথম ইনিংসে টেস্টের ইতিহাসে সর্বকালীন এক রেকর্ড গড়ে বাংলাদেশ! আর তা কেবল মুশফিক-লিটনের জোড়া শতরানের সুবাদে বা ষষ্ঠ উইকেটে ২৭২ রানের জুটি গড়ে নয়, বরং ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হওয়া অপর ৬ ব্যাটারের বদৌলতেই।

আসলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৬ জন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসাইন, খালেদ আহমেদ ও এবাদত হোসাইনরা আউট হন শূন্য রানেই।

প্রথমত, কোনো টেস্ট ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটার শূন্য রানে আউট হওয়ার সর্বকালীন যৌথ নজির এটি। দ্বিতীয়ত, টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসে এই প্রথমবার একই ইনিংসে ২ জন ব্যাটার সেঞ্চুরি করার পাশাপাশি ৬ জন আউট হন শূন্য রানে।

টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি শূন্য: (৬টি করে)
১. পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ (করাচি, ১৯৮০)
২. দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (আহমেদাবাদ, ১৯৯৬)
৩. বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (ঢাকা, ২০০২)
৪. ভারত বনাম ইংল্যান্ড (ম্যানচেস্টার, ২০১৪)
৫. নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (দুবাই, ২০১৮)
৬. বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (ঢাকা, ২০২২)

উল্লেখযোগ্য বিষয় হলো- দলের ৬ জন ব্যাটার শূন্য রানে আউট হওয়ার পরেও প্রথম ইনিংসে ৩৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যা আগের পাঁচটি ইনিংসের (৬ জন শূন্য রানে আউট হওয়া) মধ্যে সর্বোচ্চ।

দ্বিতীয় সর্বোচ্চ ১৫২ রান সংগ্রহ করেছিল ভারত, ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে। এতদিন সেটাই ছিল সবচেয়ে বেশি রানের স্কোর।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি