ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মিরপুরে মাশরাফির ঝড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ৮ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে আগুন ঝরিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

৪ ওভারে মাত্র ১১ রানের বিনিময়ে  ৪টি উইকেট পেয়েছে। ২৪ বলের মধ্যে ১৮টিই ডট আদায় করে নিয়েছেন দেশসেরা এ পেসার। একটি রয়েছে মেডেন ওভার।

তামিম ইকবাল, ইমরুল কায়েস, এভিন লুইস ও স্টিভ স্মিথকে প্যাভিলিয়নে পাঠান মাশরাফি। বিপিএলের গত আসরে মাশাফির নেতৃত্বে প্রথমবারের মতো শিরোপা জেতে রংপুর রাইডার্স।

প্রসঙ্গত, গত বছর আন্তর্জাতিক টি২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি