ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মিরপুরে ১০ ঘণ্টা গ্যাস বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৪১, ৮ আগস্ট ২০১৭

মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য সোমবার রাজধানীর মিরপুরে বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরণের গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে।
এলাকাগুলো হলো- চিড়িয়াখানা রোড, মিরপুর ১, ২, ৬, ৭ নম্বর সেকশন এবং মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর সেকশনের রাস্তার পূর্ব ও পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি ও মিরপুর সেনানিবাসসহ আশপাশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস র্যা পিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটি) মেট্রো রেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের নিমিত্তে ‘শাট ডাউন’ কাজের জন্য এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি