ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে আহত মায়া হরিণ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩০, ২ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে বন থেকে ছুটে আসা একটি হরিণকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকালে বঙ্গবন্ধু শিল্পনগর এলাকা থেকে হরিণটি উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। বর্তমানে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গবন্ধু শিল্পনগরের প্যারাস্যুট কারখানার কাছে ইছাখালী স্লুইসগেট এলাকার একটি ডোবায় কয়েকটি কুকুরের হামলায় আহত অবস্থায় পড়েছিল প্রায় ৪ থেকে ৫ বছরের বড় আকারের মায়া হরিণটি।

বন বিভাগের বামনসুন্দর বনবিট কর্মীরা খবর পেয়ে হরিণটি উদ্ধার করে উপজেলা সদরের প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসে।

উদ্ধারকারী বনবিট কর্মী মাঈন উদ্দিন জানান, হরিণটির বয়স কমপক্ষে ৪ থেকে ৫ বছর হতে পারে। সাইজে বেশ বড়সড়। ওজনে প্রায় ৩০ থেকে ৪০ কেজি হতে পারে। দেখতে খুবই মায়াবী। তবে শারীরিক অবস্থায় সুস্থ হয়ে উঠার সম্ভাবনা রয়েছে মনে হয়।

এই বিষয়ে উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা জানান, আহত অবস্থায় একটি হরিণ উদ্ধার করা হয়েছে। এরপর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

আমরা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হরিণটির বিষয়ে অবহিত করেছি। চিকিৎসা শেষে তাকে জেলা বন বিভাগের পরামর্শক্রমে সাফারি বা ইকোপার্কে অবমুক্ত করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, হরিণটির ইনজুরি ততোটা বেশি নয় বলে মনে হচ্ছে। আশা করা যাচ্ছে খুব অল্প সময়ে সুস্থ হয়ে উঠবে।

 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি