ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে বাস- ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ১০

প্রকাশিত : ১৫:৫১, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৯, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বাস- ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। শনিবার সকালে উপজেলার বড়তাকিয়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শ্যামলী পরিবহনের একটি বাস রাস্তায় বিকল হয়ে যায়। এ’সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়। নিহতদের মধ্যে তিনজন বাসযাত্রী। তাদের মধ্যে চট্টগ্রাম কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপক সৈয়দুর রহমান রয়েছে। নিহত অপর দু’জন বাস ও ট্রাক চালকের সহকারি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি