ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মিরাজের পর রুবেলের আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ১১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৩৯, ১১ ডিসেম্বর ২০১৮

সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে তাদের ছুঁড়ে দেওয়া ২৫৬ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজরা। প্রথমে ওয়েস্ট ইন্ডিজে শিবিরে আঘাত করে মিরাজ।

মিরাজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে এলবির শিকার হয়ে ফেরেন চন্দরপল হেমরাজ (৩)। দলীয় ৭০ রানে উইন্ডিজরা দ্বিতীয় উইকেট হারায়। রুবেল হোসেন নিজের প্রথম ওভারেই বোল্ড করেন ড্যারেন ব্রাভোকে (২৭)।

এ রিপোর্ট লেখা অবধি ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৮০ রান তুলেছে উইন্ডিজরা। উইকেটে আছেন শাই হোপ (৪১)।

 
টিআর/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি